যারা হারিয়ে যায়,তারা কি সত্যি হারায় নাকি হারিয়ে থাকতে চায়? সরে যেতে চায়? হয়তো তারা যে সংসারে থাকে ,যে মানুষগুলোর মাঝে থাকে সেখানে তারা নিজের অস্তিত্বের অপ্রয়োজনীয়তা অনুভব করে ,সে জায়গাটা হয়তো দম বন্ধ করে দিতে থাকে। তাই হারিয়ে যায় খানিকটা ভালো থাকার পথ খুঁজে পাওয়ার জন্য।যে এই ভালো থাকার পথ খুঁজে পায়,তার কাছে ভালো থাকাটা সহজ। আবার,কিছু কিছু মানুষ চিরকাল বিভ্রান্ত হয়ে ভালো থাকার পথ খুঁজতে থাকে, তাদের কাছে ভালো থাকাটা কঠিন #priyotiriya
সবাই গানের হিরোর মত পার্টনার চাচ্ছে এদিকে আমি নিজেই ওই হিরোর মত আমার শখের পুরুষের ক্ষেত্রে🙂😆 সেদিন বিয়ে বাড়ি কত মজা করলাম পিক ভিডিও করলাম এরপর হুট করে ও অসুস্থ এভাবে শুয়ে ছিল অনেক্ষন আর বাসায় এসে টানা দের দিন বিছানায় পড়ে ছিলো🥺🥺 #priyotiriya
@🦋Nushrat Trisha🦋 একদিন তুমি হবে পৃথিবীর সবথেকে সুখী মানুষ❤️ তোমার মত ভালো মনের মানুষ আমি দেখিনি তাই আল্লাহ অবশ্যই তোমায় ভালো করবেই❤️ btw আজকে আমার গ্যালারি তে তোমার সুন্দর ভিডিও টা পেলাম😍 #priyotiriya
যদি কেউ মনে করেন কারো দুরাবস্থায় মজা নিচ্ছি তবে বলবো ভুল ধারণা, আজ অব্দি নেগেটিভ স্ট্যাটাস দিয়ে ছিলাম না তবে পিক ভিডিও দেখার পর সত্যি নারী হিসেবে খারাপ লাগছে, যদিও পিক আর ভিডিও টা ইনবক্স এ পাইছি আরো 5/6 দিন আগে কিন্তু এসব পাবলিক করার মানসিকতা নাই আলহামদুলিল্লাহ🙂 খারাপ লাগা এটাই যত ই খারাপ করুক হাসব্যান্ড তারপর ও বাচ্চা নিয়ে আলাদা থাকা ই যেত যেহেতু সে স্বাবলম্বী ছিলো, আর গিয়ে এত দ্রুত বিয়ে সেটা ও আমার মাথা ব্যাথা না কিন্তু এরকম পিক পোস্ট করা বড্ড বেমানান ছিলো🙂 তার পক্ষ নিয়ে মানুষ কম তো কথা শুনায় নি একটা সময় আমায় যাই হোক তখন চুপ ছিলাম যে আল্লাহ আছেন উনি দেখছেন🥀 #priyotiriya
Replying to @@nadia_sultana789 ঠিকি আছে এটা নিচে আলাদা সেমিজ পড়ছি আমি যেহেতু বড় গলা তে কমফোর্ট না আমি, তো ওই ভিডিও তে সেইভাবে রেডি ছিলাম না জাস্ট ট্রায়াল করেছি কিন্তু হাসব্যান্ড তারপর বাইরে গেছে আর তাই ওটাই পোস্ট করেছি #priyotiriya
তৃষা আপু গতকাল তার টিকটক আর ফেসবুক আইডি তে একটা বিষয় ক্লিয়ার করে পোস্ট করেছে দেখেছেন মনে হয় আপনারা, তো তারপর আপুর টিকটক আইডি কে যেনো হ্যাক করে ডিলিট করে দিয়েছে, আপনারা বিভ্রান্ত হবেন না খুব শীগ্রই আপু নিউ আইডি খুললে আপুর আইডি মেনসন করে পোস্ট করে দিব ❤️ #priyotiriya
আত্ম-উপলব্ধি কিংবা জীবনদর্শন সময়ের সাথে পরিবর্তনশীল, তবে আদতেই কি জীবনে অনেক কিছুর প্রয়োজন! সব পেলেই কি সুখ! আমরা ভাবি সব গুছিয়ে উঠে সাধ মেটাবো, সুখী হবো! আদৌ কি কেউ পেরেছে সব গুছিয়ে সুখী হতে!#priyotiriya