অথচ আপনি জানলেন না! কতটা ক্ষত নিয়ে আমি ফিরে এসেছি সেসব জায়গা থেকে যে সব জায়গাকে আমি কমফোর্ট জোন ভাবতাম। আমি দেখেছি, নিজের হাসি ভরা মুখটা আস্তে আস্তে মলিন হয়ে যেতে। আপনাকে যত্নে রাখতে গিয়ে আমি নিজেকে যত্নে রাখতে ভুলে গেছি। বিনিময়ে যা পেয়েছি তা শুধু কেবলই দুঃখ আর কষ্ট। আমার জানতে ইচ্ছে করে ঠিক কতটা ভালবাসলে, মানুষ থেকে যায়। হুট করে আগ্রহ হারিয়ে ফেলা আর জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া দুটোই আমি দেখেছি। আমি চোখের সামনে প্রিয় মানুষকে অন্যের হতে দেখেছি! দিনশেষে আমি নিজেকে চিনেছি, জেনেছি, ভেঙেছি, গড়েছি।🤍🌸#sorna_1