আনার রিসিপশনের লেহাঙ্গার ওয়েট ছিল ৩৫+, ৫/৬ইন্ঞ্চি হিল, মাথা ভর্তি ফুল, একগাদা গহনা পরে সারাদিন না খেয়ে আর বিদায়ে কান্নাকাটি করে বেহুঁশ হয়ে যাই, আমার অনেক জ্বর উঠে যায় বলে, আমাকে তাড়াতাড়ি সেন্টার থেকে বাসায় নিয়ে আসে, আমি এতো ভারি ড্রেস পরে থাকতে পারতেছিলাম না বলে শ্বাশুড়ি আমাকে কোলে করে উঠায় বাসায় তাড়াহুড়া করে বরণ সেরে নেয়, আমার বোন, একটা ভাবি আর শ্বশুড়ি মিলে খোঁপা টোপা খুলে দেয়, তাই বাসর ঘরে ঢুকার সময় আমি সুতি একটা জামা পরা ছিলাম। আমার জামাইর তেমন ভাইবোন না থাকায় তারা যতোটুক পারছে বাসর ঘর সাজায়, পরে আমাদের গেট আটকায়, টাকা আদায় করে, ওরা অনেক ফাজলামি করে বটি দিয়ে আমাকে কাটতে দেয় ফুলের ফিতা, আমি অনেক অসুস্থ থাকায় বেশি লেট করায় নি .. পরে আমি রুমে ঢুকে আমার জামাইকে গিফট দিই,মনের ভিতর এক অন্যরকম অনুভূতি কাজ করতেছিল আজ থেকে এই রুমটা আমার, এখানে আমার থাকতে হবে, কেমন জানি অচেনা অচেনা সবকিছু.. মেয়ে মানুষের জীবনটা বড়ই উদ্ভট একটা সাইনের মাধ্যমে পুরো জীবনটাই পাল্টে যায়… আলহামদুলিল্লাহ একটা ভালো লাইফ পার্টনার পেয়েছি যে আমাকে সমস্তটা দিয়ে সার্পোট করে সবসময় পাশে থাকে.. এভাবেই কেটে যাক আমাদের ৮০/১০০ বছর ❤️ . . . . #basor #flower #flowercollection #flowerchallenge #decoration #decor #artificial #lighting #fyp #1m #viralvideo #trending #teambd #couplegoals #couplestiktok #wedding #weddingtiktok
আমার আকদের পরে যেহেতু আমাকে তুলে নিবে না তাই আমার জামাইকে আমাদের বাসায় নিয়ে আসার প্ল্যান করে আমার কাজিনরা। সকালে আমাকে ২ দুলাভাই পার্লারে দিয়ে আসে। এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল আমার আব্বু টাকা দেয় আমার ভাইবোনদের বাসর ঘরের ফুল কেনার জন্য, আমার বড় কাকি, আমার কাজিনরা সবাই হাঁটু সমান পানির মধ্য দিয়ে গিয়ে সব কাঁচা ফুল কিনে নিয়ে আসে। ১৬ ডিসেম্বরের আগের দিন হওয়ায় ফুল কিনতে অনেক প্যারা হয়। বড় আপু ভাইয়ারা গিয়ে ফ্যারি লাইট কিনে আনে। আমার আব্বু নাকি ওদের ছবি দেখায় বলছিল কাঁচা ফুলের বাসর সাজাতে, আব্বু অনেক এক্সাইটেড ছিল ছবি সাজেস্ট করতেছিল কি রকমের সাজাবি। আমার সব কাজিনরা আমার বড় চাচি, দুলাভাইরা মিলে সুন্দর করে বাসর সাজায়। রাত ১২টার দিকে যখন আমরা বাসায় আসি তখন সবাই গেট আটকায় ২০হাজার টাকা চায়🥴আমি আমার বেচারা জামাইকে সাপোর্ট দিচ্ছিলাম বলে সবাই আমাকে মীরজাফর আর কতো কি বলে মজা নিচ্ছিল, এতো ফাজলামি সবাই করতেছিল, আমাদের অনেকক্ষণ অপেক্ষা করায়, অবশেষে আমার ভাইবোন বাসরের জন্য ৬০২০টাকা আদায় করে নেয় 😂 আসলে আমার বাসার বড় ছোট সবাই এতো ফ্রেন্ডলি একারণে মন খুলে মজা করা যায়, সবাই নিজ দায়িত্বে যার যার জায়গা থেকে সবটা করার চেস্টা করছে… . . . #basor #flower #flowercollection #flowerchallenge #decoration #decor #flower #1m #viralvideo #trending #teambd #couplegoals #couplestiktok #wedding #weddingtiktok @TikTok Bangladesh